শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খেলা নিয়ে সংঘর্ষ আহত ২৫

পাবনা প্রতিনিধি

পাবনার সদর উপজেলার চরঘোষপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরের এই সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জনসহ অন্তত ২৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরঘোষপুরে বাড়ির পাশের নিজেদের জমিতে ফুটবল খেলা চলছিল। পাশের মহল্লার লোকজনকে খেলায় না নেওয়ায় তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারপিট করা হয়। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলা চালানো হয় এক পক্ষের বসতবাড়িতে। বাধা দিলে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। এতে আরিফ গ্রুপের ১০জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ২৫ জন। ওই গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, আমাদের পরিবারের লোকজন নিজ পতিত জমিতে ফুটবল খেলছিল। এ সময় পাশের মহল্লার কায়েম ও হাবিবরদের লোকজন খেলতে দেওয়ার দাবি করে। এ সময় আমাদের লোকজন তাদের খেলতে না দিলে তারা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা আমাদের মারপিট করে। আমাদের লোকজন বাড়ি চলে গেলে তারা সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাধা দিলে গুলি চালায়। এ বিষয়ে অপর পক্ষের হাবিবুর রহমান বলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। কায়েমরা কয়েকজন ছিল। তবে গোলাগুলির ঘটনা ঘটেনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর