শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভর্তি অনিশ্চিত ফাতেমার!

নাটোর প্রতিনিধি

ভর্তি অনিশ্চিত ফাতেমার!

অর্থের অভাবে স্বপ্নভঙ্গ হতে চলেছে মেধাবী ছাত্রী ফাতেমার। ভর্তিপরীক্ষায়  পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান হলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

 ফাতেমা লালপুর উপজেলার তিলকপুর গ্রামের চা বিক্রেতা ইউসুফ আলীর মেয়ে। ইউসুফ জানান, তিন শতাংশ ভিটার জমি ছাড়া তার আর কিছুই নেই। মেয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও ভর্তি করানো এবং পরে পড়ার খরচ চালানোর টাকা নেই। জানা যায়, ফাতেমা পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসিতে পান জিপিএ-৪.৯২। ফাতেমা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি হতে প্রায় ১৫ হাজার টাকা লাগবে।

ভর্তি ও বিশ্ববিদ্যালয়ের খরচ জোগানো বাবা ইউসুফের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আগামী ১০ ডিসেম্বর ভর্তির শেষ দিন। মেয়ের উচ্চশিক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন বাবা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর