বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

অসহায় রোগীদের সহায়তা পুলিশের

নোয়াখালী সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গতকাল কয়েকজন অসহায় রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের নোয়াখালী জেলার সভানেত্রী তানিয়া আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী, সুধারাম থানার ওসি নবীর হোসেন প্রমুখ।

-নোয়াখালী প্রতিনিধি

বঙ্গবন্ধুর ম্যুরাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ প্রাঙ্গণে তার ম্যুরাল নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু এই কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্রনাথ ম-লসহ সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। -বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের ওপর সেমিনার

‘করোনাভাইরাস ইনফেকশন-প্রিপারেডনেস অ্যান্ড প্রিকিউশন’ শীর্ষক সেমিনার গতকাল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি ড. মু. আবুল কাসেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেন। তিনি বলেন, কারও মাঝে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, শ্বাসকষ্ট বা ঘন ঘন নিঃশ্বাস নেওয়া) এসব দেখা দেওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

-দিনাজপুর প্রতিনিধি

হামলার প্রতিবাদ

গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় বাজার কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে গত সন্ধ্যায় টিঅ্যান্ডটি হাজী মার্কেট এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। নূর নবী আনসারীর সভাপতিত্বে বক্তব্য দেন সাদেক আলী, হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর