বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তির জের

যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে নিয়ে কটূক্তির জেরে মেহেরপুরে যুবলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সোমবার রাতে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এ প্রতিবাদ সমাবেশের প্রতিবাদে গতকাল জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জেলা পরিষদ চত্বরে সমাবেশ করেছেন।

সোমবার রাতে সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল বলেন, গত ৫ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সেখানে মুজিববর্ষ পালনের কথা না বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের নামে কটূক্তি করা হয়েছে। একটি মহল বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে। এদিকে গতকালের সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, গতকাল (সোমবার) একটা প্রোগ্রাম হয়েছে- সেখানে যুবলীগের ব্যানার ব্যবহার করা হয়েছে। কিন্তু যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়কের অনুমতি ছাড়া কোনো প্রোগ্রাম করতে পারে না। আমি মনে করি ওই প্রোগ্রাম যারা করেছে তারা যুবলীগের কেউ নয়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ খবর