শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্যস্ত পাহাড়ে ফুল চাষিরা

রাঙামাটি প্রতিনিধি

ব্যস্ত পাহাড়ে ফুল চাষিরা

শেষ মুহূর্তে পাহাড়ে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। বসন্ত, ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে ফুল ব্যবসা। চলছে জমজমাট বেচা-কেনা। মূলত ফেব্রুয়ারির তিন দিবসে ফুলের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে নামে ফুল বাগানিরা। বেশি লাভের আশায় সংগ্রহে রাখা হয় দেশি-বিদেশি নানা জাতের ফুল। চাহিদা বেশি থাকায় পাহাড়ের গন্ডি পেরিয়ে এ ফুল রপ্তানি হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। রাঙামাটি ফুল বাগান মালিক  সালাহ উদ্দিন জানান, বসন্ত এসে গেছে। এরপর আছে ভালোবাসা দিবস। এ দিবসগুলো একান্ত নিজেদের মতো পালন করতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, তরুণ-তরুণীরা ভিড় করে ফুলের দোকানে। তাদের সন্তুষ্ট করতে আগেভাগে ফুলে ফুলে দোকানগুলো সাজিয়ে রাখা হয়। চাহিদা এতোই বেশি থাকে যে দম ফেলার সময় থাকে না দোকানিদের। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পবন কুমার চাকমা বলেন, পাহাড়ে ফুল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানে সেচ সুবিধা ও আবহাওয়া অনুকূলে থাকায় দেশি-বিদেশি ফুলের বাণিজ্যিক চাষ সম্ভব হচ্ছে।

সর্বশেষ খবর