একপাশে দখল-দূষণে জীর্ণশীর্ণ মরা নদী অন্য পাশে বিল। নদী পাড়ের বসবাসরত পৌর নাগরিকদের ছিল না যাতায়াতের সুবিধা। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী নাটোরের সিংড়া পৌর শহরের পরানহাটি মহল্লার নদী পাড়ের মানুষ। সম্প্রতি গুড়নই নদীর খনন শুরু হওয়ায় পাল্টে গেছে এলাকার সেই চিত্র। মরা নদীর যেমন প্রাণ ফিরেছে তেমনি মাটি দিয়ে নদীর পাড় ভরাট করায় তৈরি হয়েছে নতুন রাস্তা। এই রাস্তায় স্বপ্ন দেখছে অবহেলিত পরানহাটি মহল্লাবাসী। তাদের দাবি রক্ষণাবেক্ষণের অভাবে যেন সড়কটি বিলীন হয়ে না যায়। সরেজমিনে দেখা যায়, সিংড়া পৌর শহরের পরানহাটি ও হাঁসপুকুরিয়ার মাঝে গুড়নই নদীতে এগিয়ে চলেছে খনন কাজ। বিলীন হয়ে যাওয়া নদীর পাড় মাটি দিয়ে ভরাট করে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা। রাস্তার অভাবে দীর্ঘদিনের দুর্ভোগের পর স্থানীয়দের মধ্যে ফিরেছে স্বস্তি। এ রাস্তা নির্মাণ হলে মহল্লার মানুষ সহজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিংড়া বাজারে যাতায়াতের সুবিধা পাবে। লাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের কষ্ট লাঘব হবে। পাশাপাশি কৃষক পাবে সেচসুবিধা। পরানহাটি মহল্লার সাজ্জাদ হোসেন, শাহাদত হোসেন, আপেল মাহমুদ, সেলিম হোসেন জানান, আমাদের এলাকা অবহেলিত ছিল। এ এলাকায় রাস্তা নির্মাণ হলে আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতে সুবিধা পাব। কৃষক মীর আহম্মেদ ও দেদার জানান, রাস্তা হলে পণ্য পরিবহন সহজ হবে। সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, পানি উন্নয়ন বোর্ডের নদী খননের মাধ্যমে রাস্তার কাজ অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে। পরানহাটি মহল্লার জনগনের স্বার্থে দখলদারদের কাছ থেকে নদীরপাড় দখলমুক্ত করে নাগরিকদের দুর্ভোগ কমাতে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ