শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

৯ জেলায় ঝরল ১৩ প্রাণ

প্রতিদিন ডেস্ক

৯ জেলায় ঝরল ১৩ প্রাণ

নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩)। জয়পুরহাট : পাঁচবিবিরি গণেশপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে রেজুয়ান হোসেন  নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কে  এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান হোসেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ভালুকা : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাবে শুক্রবার ভোররাতে ও উপজেলার কৈয়াদী বাজারের পাশে সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সদর উপজেলার জামাল উদ্দিন (৪০), একই এলাকার শাকিল আহমেদ (২৫) ও উপজেলার কৈয়াদী গ্রামের রুস্তম আলীর ছেলে স্কুলছাত্র শাহিন (১৪)। নরসিংদী : জেলার ভগীরথপুরে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভগীরথপুরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের একজনের নাম আবদুল বারেক। তার বাড়ি কান্দাইল এলাকায়। অন্যজনের পরিচয় জানা যায়নি। বরিশাল : গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় গতকাল ভোরে অজ্ঞাত যানের ধাক্কায় আবদুস সোবাহান বেপারী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাজীপুর : কালিয়াকৈরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম কায়েস আহমেদ (২৬)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বগুড়া : শাজাহানপুরে দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শাজাহানপুরের মাঝিড়া বাইপাস এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় অনুপম ম-ল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী এবং ব্রাহ্মণবাড়িয়ার সদরে বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় ইয়াছিন মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর