সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চাল চাওয়ায় দুস্থ নারীকে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ত্রাণের চাল চাওয়ায় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে দুস্থ নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটছে ঝিনাইদহ পৌর এলাকার পবগাটি গ্রামে। বিষয়টি নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।  ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, পৌর এলাকার পবহাটি গ্রামের হতদরিদ্র বিধবা শাহারুন বেগম খাদ্য সংকটে ছিলেন। শুক্রবার গ্রামে চাল বিতরণ করতে যায় প্রশাসনের লোকজন। এ সময় চাল না পেয়ে গরীব শাহারুন বেগম প্রতিবাদ করেন। একপর্যায়ে ঝিনাইদহ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার জাহিদুল ইসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি।  সে সময় সরকারি কর্মকর্তাদের সামনে দুজনই উচ্চবাক্য বিনিময় করেন। এক পর্যায়ে কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম জাহিদ বেধড়ক পিটিয়ে ওই নারীকে আহত করেন। বেদম মারপিটের ফলে তার চোখের নিচে কালো দাগ হয়ে রক্ত জমাট বেঁধে  গেছে। তবে কাউন্সিলরের লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, জাহিদ কমিশনারকে গালিগালাজ ও অপমানজনক কথা বলেন ওই মহিলা।

 

সর্বশেষ খবর