বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চুরির প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর, হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্কুলের ইট চুরির প্রতিবাদ করায় চোরচক্রের সদস্যরা প্রতিবাদকারীদের দুটি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় মামলা করায় দুটি পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামে। এ অবস্থায় নিরাপত্তাহীন পরিবার দুটি প্রশাসনের কাছে অবিলম্বে চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, দেলুয়া গ্রামের রেজাউল করিম, আবদুস সালাম, বুদ্দু, আবদুল মান্নান, জেলহক, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম, ছানু, আল আমিন ও সুজন ২০ মার্চ রাতের ১৫ নম্বর চরদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শতাধিক ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের মুছা আলম ও হোসেন আলীসহ কয়েকজন বাধা দেন এবং চোরাই ইট উদ্ধার করে স্কুলে নিয়ে আসেন।

এ ঘটনার পর থেকেই চোরচক্রের সদস্যরা মুছা আলম ও হোসেন আলীকে বিভিন্ন সময় মারপিটের হুমকি দেয়। একপর্যায়ে গত ৫ এপ্রিল সন্ধ্যায় রেজাউল করিম ও আবদুল মান্নানের নেতৃত্বে একদল সন্ত্রাসী মুছা আলম ও হোসেন আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাধা দিলে হোসেন আলীর স্ত্রী মমতা খাতুনকে বেধড়ক মারপিট করে এবং দুটি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। একই সময় দুটি বাড়ি থেকে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট ও প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি করে। এ ঘটনায় হোসেন আলী ও মুছা আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থকেই আসামিরা হুমকি দিয়ে যাচ্ছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মামলা দুটির তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর