রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

পরিবহন শ্রমিকদের বিক্ষোভ নেতাদের পদত্যাগ দাবি

লালমনিরহাট প্রতিনিধি

করোনার কারণে কর্মহীন হয়ে পড়ার পর কোনো ধরনের সহযোগিতা না করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল তারা শহরের  হাঁড়িভাঙার বাস-মিনিবাস স্ট্যান্ডে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা জেলা মোটরমালিক সমিতির নেতাদের পদত্যাগ দাবি করেন। শ্রমিক নেতারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মোটরমালিক সমিতির নেতারা শ্রমিকদের কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসেননি। মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হক বলেন, সরকারি-ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণের পাশাপাশি মোটরমালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারিভাবে সাহায্য দেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শ্রমিকদের তালিকা তৈরি করা হয়েছে।

যারা বিক্ষোভ করেছে, তাদের অন্য কোনো রাজনৈতিক মোটিভ থাকতে পারে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা ছাড়া আমাদের কী করার আছে? সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মসূচি পালন করেছেন। এটি তাদের নিজেদের মধ্যকার সমস্যা।

সর্বশেষ খবর