বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

রাস্তার মাটি কেটে বিক্রি!

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের সাধনগর গ্রামের খাঁ পাড়ার একটি রাস্তার মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের অর্থে ওই সড়কটি নির্মাণ করা হয়। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সড়ক রক্ষায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওর) আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রশাসনের ভয়ভীতির তোয়াক্কা না করে জোর করে খাঁ পাড়ার কয়েকজন লোক রাতে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে ওই রাস্তার মাটি কেটে বিক্রি করে দেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার মানিক জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং সরজমিনে গিয়ে অভিযোগের তার সত্যতা পেয়েছেন। জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমানের কাছে বিষয়টি স¤পর্কে জানাতে চাইলে তিনিও সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর