বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বকেয়া দাবিতে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

বকেয়া দাবিতে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের বিক্ষোভ

বড়পুকুরিয়া খনি শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন ভাতা প্রদান, শ্রমিকদের পুনরায় স্ব-স্ব কর্মস্থলে যোগদানসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। এতে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বড়পুকুরিয়া জাতীয় শ্রমিক লীগের শ্রমিকরা যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত খনির দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন শ্রমিকরা। পরে তারা মিছিল করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি জেএসএমই’র অধীনে খনির অভ্যন্তরে কাজ করে আসছেন ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে বাংলাদেশি শ্রমিকদের খনির ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে শুধু চীনা শ্রমিকদের নিয়ে স্বল্প পরিসরে কার্যক্রম চালু রাখে কর্তপক্ষ। ঠিকাদারী প্রতিষ্ঠান করোনাকালে যথাসময়ে শ্রমিকদের বেতন ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ছুটিতে পাঠান। কিন্তু করোনার শুরু থেকে এখন পর্যন্ত শুধু মার্চ মাসের ২৬ দিনের বেতন ও ঈদ বোনাস দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহার-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। আগামী ১২ জুলাইয়ের মধ্যে খনি কর্তৃপক্ষ চার দফা মেনে না নিলে ১৩ জুলাই থেকে প্রধান ফটকের সামনে পরিবারের সদস্যদের নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা।

সর্বশেষ খবর