কক্সবাজারের রামুতে প্রাইভেট কারের ধাক্কায় এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী। নিহত যুবক সাইফুল ইসলাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা হেছে। রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আফসার ও জয়নাল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর এলাকার মৌলভীবাড়ি নামক স্থানে গতকাল বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে।