শিরোনাম
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঘরে ঘরে ছুটছেন নারী মেয়র উমা

নাটোর প্রতিনিধি

ঘরে ঘরে ছুটছেন নারী মেয়র উমা

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন কর্মহীন মানুষের ঘরে ঘরে ছুটছেন নারী মেয়র উমা চৌধুরী জলি। সঙ্কটময় সময়ে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের পাশে থেকে খাদ্য ও সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছেন। জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিচ্ছেন বাজারগুলোতে। সরকারি ও ব্যক্তি উদ্যোগে দিনমজুর, বস্তির দুস্থ, পত্রিকার হকারসহ কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রীর মানবিক সহায়তা প্রদান করছেন। এখনও অব্যাহত। এছাড়া তিনি বেশ কয়েকটি বেওয়ারিশ লাশ দাফন-কাফনের ব্যবস্থা করেছেন। পৌরমেয়র জলি বলেন, আমিই হবো বেওয়ারিশ লাশের অভিভাবক। সৎকার করব বেওয়ারিশ লাশের।

সর্বশেষ খবর