মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগের নিয়মেই ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে গতকাল উপাচার্য ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য নিশ্চত করেন।

রেজিস্ট্রার জানান, বাংলা বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোর সভাপতি ও ভর্তি পরীক্ষা কমিটির অন্য সদস্যরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিপক্ষে মত দেন। তাদের মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ৩৪টি বিভাগের সভাপতি, আট অনুষদের ডিন, আটটি  হলের প্রভোস্টসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর