বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নগরকান্দায় বেহাল সড়ক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় বেহাল সড়ক

গ্রামীণ সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল -বাংলাদেশ প্রতিদিন

নগরকান্দায় বেহাল সড়কের কারণে স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা বাড়ছে। এ সড়কের অবস্থান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে। ভুবুকদিয়া-নগরকান্দা সড়কটির বেহাল দশার কারণে স্থবির এলাকার ব্যবসা-বাণিজ্য। ফলে পথচারীসহ রিকশা, ভ্যান ও অটোবাইকে চলাচলকারী ব্যক্তিদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভুবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে নগরকান্দার ফুলসূতি ইউনিয়ন হয়ে নগরকান্দা পৌরসভা পর্যন্ত চলে গেছে এই সড়কটি। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কের দুই পাশে ভুবুকদিয়া, ফুলসূতি, বাউতিপাড়া, সলিথা নামের গ্রামগুলোর অবস্থান। ওই গ্রামগুলোর অন্তত আড়াইশতাধিত পরিবারের কয়েক হাজার জনগণের প্রত্যাহিক কাজে ওই সড়কটি ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বিশেষত ফুলসূতি বাজার থেকে ভুবুকদিয়া বাজার পর্যন্ত সড়কের তিন কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। গতকাল সরেজমিন ওই সড়কে দেখা যায় সড়কটিতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ মাথায় নিয়ে চলতে হয়। ইজিবাইক চালক ফোরকান মিয়া বলেন, মাঝে মধ্যে গর্ত থাকায় রিকশা ভ্যান ও অটোবাইকগুলো হেলেদুলে চলাচল করতে হচ্ছে। ফলে যাত্রীদের ঝুঁকিতে চলাচল করতে হয়। অনেকের কপালে থাকে নানা ধরনের বিড়ম্বনা। ওই সড়কে চলাচলকারী বাউতিপাড়া গ্রামের বাসিন্দা এ্বং ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জহির হোসান বলেন, সড়কটি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোবাইকে উঠলে ঝাঁকিতে পেটের  নাড়িভুড়ি বের হয়ে যাওয়ার উপক্রম হয়। অটোচালক সলিথা গ্রামের সিরাজ মিয়া বলেন, যেকোনো সময় অটোবাইক উল্টে যেতে পারে। অটোবাইকের যাত্রী ফুলসূতি গ্রামের বৃদ্ধা চন্দ্রবানু বেগম বলেন, বাবারে এ পথে যেতে শরীরের হাড়গোড় ঠিক রাখা মুশকিল। শরীর ব্যথা হয়ে যায়। ফুলসূতি গ্রামের বাসিন্দা ভ্যানচালক মাহাবুব খান বলেন,কষ্ট করে ভ্যান চালাতে হচ্ছে। এ সড়কটি ঠিক করার জন্য একাধিকবার এলাকার ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ফুলসূতি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সড়কটির অবস্থা নাজুক। তবে করোনাভাইরাসের কারণে এলাকার উন্নয়ন কাজ সঠিকভাবে পরিচালনা করা যায়নি। শিগগিরই সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর