নগরকান্দায় বেহাল সড়কের কারণে স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা বাড়ছে। এ সড়কের অবস্থান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে। ভুবুকদিয়া-নগরকান্দা সড়কটির বেহাল দশার কারণে স্থবির এলাকার ব্যবসা-বাণিজ্য। ফলে পথচারীসহ রিকশা, ভ্যান ও অটোবাইকে চলাচলকারী ব্যক্তিদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভুবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে নগরকান্দার ফুলসূতি ইউনিয়ন হয়ে নগরকান্দা পৌরসভা পর্যন্ত চলে গেছে এই সড়কটি। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কের দুই পাশে ভুবুকদিয়া, ফুলসূতি, বাউতিপাড়া, সলিথা নামের গ্রামগুলোর অবস্থান। ওই গ্রামগুলোর অন্তত আড়াইশতাধিত পরিবারের কয়েক হাজার জনগণের প্রত্যাহিক কাজে ওই সড়কটি ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বিশেষত ফুলসূতি বাজার থেকে ভুবুকদিয়া বাজার পর্যন্ত সড়কের তিন কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। গতকাল সরেজমিন ওই সড়কে দেখা যায় সড়কটিতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ মাথায় নিয়ে চলতে হয়। ইজিবাইক চালক ফোরকান মিয়া বলেন, মাঝে মধ্যে গর্ত থাকায় রিকশা ভ্যান ও অটোবাইকগুলো হেলেদুলে চলাচল করতে হচ্ছে। ফলে যাত্রীদের ঝুঁকিতে চলাচল করতে হয়। অনেকের কপালে থাকে নানা ধরনের বিড়ম্বনা। ওই সড়কে চলাচলকারী বাউতিপাড়া গ্রামের বাসিন্দা এ্বং ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জহির হোসান বলেন, সড়কটি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোবাইকে উঠলে ঝাঁকিতে পেটের নাড়িভুড়ি বের হয়ে যাওয়ার উপক্রম হয়। অটোচালক সলিথা গ্রামের সিরাজ মিয়া বলেন, যেকোনো সময় অটোবাইক উল্টে যেতে পারে। অটোবাইকের যাত্রী ফুলসূতি গ্রামের বৃদ্ধা চন্দ্রবানু বেগম বলেন, বাবারে এ পথে যেতে শরীরের হাড়গোড় ঠিক রাখা মুশকিল। শরীর ব্যথা হয়ে যায়। ফুলসূতি গ্রামের বাসিন্দা ভ্যানচালক মাহাবুব খান বলেন,কষ্ট করে ভ্যান চালাতে হচ্ছে। এ সড়কটি ঠিক করার জন্য একাধিকবার এলাকার ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ফুলসূতি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সড়কটির অবস্থা নাজুক। তবে করোনাভাইরাসের কারণে এলাকার উন্নয়ন কাজ সঠিকভাবে পরিচালনা করা যায়নি। শিগগিরই সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
                        - পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
 - জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
 - বিসিবিকে রুবেলের খোঁচা
 - জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
 - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 - বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
 - নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির চালকসহ ছয় জন নিহত
 - স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
 - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
 - চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
 - মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের
 - ‘ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ড’ বিল পাসের পথে ইসরায়েলি সংসদ
 - বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
 - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 
নগরকান্দায় বেহাল সড়ক
                        
                        
                                                     ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    টপিক
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর