বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভেজাল পণ্যে ভাসছে রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভেজাল পণ্যে ভাসছে রংপুর। কিছুতেই থামানো যাচ্ছে না ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেদারচ্ছে ভেজাল খাদ্য ও প্রসাধনীর ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েও দমন করতে পারছে না এসব অসাধু ব্যবসায়ীদের। প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনী কোথাও না কোথাও ভেজাল পণ্যের কারাখানায় হানা দিচ্ছেন। তারপরেও থেমে নেই ভোজালের ব্যবসা। গতকাল নগরীর শালবন এলাকায় একটি ভেজাল প্রসাধনীর কারখানায় অভিযান চালায় মেট্রোপলিটন ডিবি পুলিশ। এখান থেকে ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়। এ সময় কারখানার মলিককে জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার নগরীতে ভেজাল পোলাও চালের কারখানা আবিষ্কার করা হয়। সেখানে অভিযান চালিয়ে ৭ লাখ টাকার চালসহ ১৫ লাখ টাকার ভেজাল মালামাল উদ্ধার করা হয়। এসময় কারখানার মলিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  এর কদিন আগে নগরীর দারোগা মোড়ে একটি ফুড প্রডাক্ট কোম্পানি হতে ৫ লাখ টাকার ভেজাল ও নকল খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। কারখানার মলিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে নকল চিপস তৈরির কারখানায় অভিযান চালিয়ে নকল চিপস উদ্ধার করে ডিবি পুলিশ।

এ সময় কারখানা বন্ধসহ  মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল ও অনুমোদনহীন ২টি মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে নকল কয়েল কারাখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর