সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনা সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহ প্রতিনিধি

পরিস্থিতি ফের অবনতি হওয়ায় ময়মনসিংহে করোনা সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ টাকা জরিমানা করেছে। গতকাল নগরীর নতুনবাজার মোড়, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জরিমানার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

এ সময় বেশ কয়েকজনকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে এবং তাদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর