বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনার হটস্পটে আইসিইউ সংকট

আবদুর রহমান টুলু, বগুড়া

করোনার হটস্পটে আইসিইউ সংকট

বগুড়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন এলাকা ও নতুন নতুন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। জেলায় সরকারি হিসেবে গত ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২১ এপ্রিল পর্যন্ত এক বছরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮২ জন আর আক্রান্ত হয়েছে সাড়ে ১১ হাজার মানুষ। মারা যাওয়াদের মধ্যে নারীও আছে। করোনাভাইরাসের ভয়াবহতার কারণে রাজশাহী বিভাগে বগুড়াকে বলা হচ্ছে হটস্পট। হটস্পটের মধ্যেই সংকট রয়েছে আইসিইউ-এর। সরকারি হাসপাতালের ২১টি আইসিইউ বেডেই রোগী রয়েছে। গত ১৪ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে শহরে সাধারণ মানুষের চলাচল কমে যায়। লক ডাউনের সংবাদের পর থেকে জেলা শহরে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। ভিড়ে যেন ঈদের কেনাকাটা হয়ে যায়। সাধারণ মানুষের চলাচল কমে গেলেও ১৪ থেকে ২১ এপ্রিল প্রথম সাত দিনে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচ শতাধিক। আর মারা গেছেন কমপক্ষে ১৬ জন। বগুড়ায় গত ১৮ এপ্রিল পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ জন। আর মারা গেছে পাঁচজন। এ ছাড়া গত এক বছরে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৮২ জনের। করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৩৪ জন এবং সুস্থতার সংখ্যা ১০ সহস্রাধিক। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে গত ২১ এপ্রিল ৪৩ জন, ২০ এপ্রিল ৭৩ জন, ১৯ এপ্রিল ৬৮ জন আক্রান্ত হয় এবং মারা যায় পাঁচজন, ১৮ এপ্রিল ৬৮ জন, ১৭ এপ্রিলের হিসেবে নতুন করে করোনায় আক্রান্ত হন ৮৫ জন, ১৬ এপ্রিল ৯২ জন, ১৫ এপ্রিল ৪৯ জন, ১৪ এপ্রিল ৩৮ জন এবং ১৩ এপ্রিল আক্রান্ত হয়েছিল ৯৮ জন। ৯ দিনে জেলায় ৬০৩ জন করোনায় আক্রান্ত হয়।

সর্বশেষ খবর