বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা
হিলি স্থলবন্দর

ভারতীয় ব্যবসায়ীদের রপ্তানি বন্ধের ঘোষণা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ভারতীয় ব্যবসায়ীদের রপ্তানি বন্ধের ঘোষণা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনকে চিঠি দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ৯ জুন (আজ) থেকে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা গ্রহণের কার্ড নিয়ে ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের বন্দরে প্রবেশ এবং সীমিত পরিসরে আমদানি কার্যক্রম চালানোর জন্য হিলি বন্দর ব্যবসায়ীদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়। ওই চিঠির জবাবে শর্ত মানতে নারাজ ভারতীয় ব্যবসায়ীরা উল্টো রপ্তানি বন্ধের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছে। গত রবিবার রাতে রপ্তানি বন্ধ সংক্রান্ত চিঠি বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাছে পাঠান তারা। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, হিলিতে দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় ব্যবসায়ীদের কাছে চিঠি পাঠিয়েছিলাম। চিঠি পাওয়ার পর তারা আমাদের শর্ত মানতে অনীহা প্রকাশ করে উল্টো চারটি শর্ত দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের শর্ত আমরা না মানলে তারা ৯ জুন থেকে রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমাদের স্থানে আমরা অটুট আছি।

সর্বশেষ খবর