শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনা অন্যায়ের সঙ্গে আপস করেননি : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, স্বৈরাচারী জিয়া-এরশাদ, ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারসহ কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করেন নাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবসময় সংগ্রাম করে চলছেন। তিনি এ দেশের মানুষের জন্য হাসিমুখে কারাবরণ করেছিলেন। তাঁর মুক্তিতে গণতন্ত্র মুক্ত হয়েছিল। তিনি মুক্ত হয়েছিলেন বলেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। গতকাল বিকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।        -শরীয়তপুর প্রতিনিধি

 

হেফাজতের আরও দুজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচির সময় ভাঙচুর ও অগ্নিকান্ডে জড়িত থাকায় হেফাজতে ইসলামের আরও দুজন নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হলেন দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহদফতর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হক এবং আশুগঞ্জ উপজেলার বেড়তলা মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে মুফতি আবদুল হককে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও কাশেমকে আশুগঞ্জ বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তারা দুজনই তান্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে           স্বীকার করেছেন।             -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মোহাম¥দ আহাত (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি যশোরের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে ডিগ্রিরচর গ্রামের রেজাউলের ভ্যানের গ্যারেজের তালা ভাঙার সময় স্থানীয়রা আহাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে লোকজন তাকে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মাদারীপুর পুলিশের এএসপি (সদর সার্কেল) এহসানুল হক ভুইয়া বলেন, নিহতের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।              -মাদারীপুর প্রতিনিধি

 

মাদরাসাছাত্রের হত্যাকারী বাবা ও ভগ্নিপতি

গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে মাদরাসাছাত্র বিপ্লব হোসেন আকন্দকে (১৪) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের চার মাস পর নিহতের বাবা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের বাবা জয়দেবপুর থানার আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেন আকন্দ (৪২) ও ভগ্নিপতি এমদাদুল (৩৫)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।            -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর