কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত সাড়ে পাঁচ মাসে তিন টনের ওপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, চলতি বছরের ২ জানুয়ারি থকে ২০ জুন পর্যন্ত এই সাড়ে পাঁচ মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জড়িতদের আটক করে জেলার ১৮টি থানা পুলিশের সদস্যরা। জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।
সূত্র জানায়, জেলা পুলিশ গত সাড়ে পাঁচ মাসে তিন টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশি মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ১১০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা।