মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় পাঁচ মাসে তিন টন গাঁজা উদ্ধার গ্রেফতার ১৬১২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত সাড়ে পাঁচ মাসে তিন টনের ওপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়েছে।  গতকাল কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, চলতি বছরের ২ জানুয়ারি থকে ২০ জুন পর্যন্ত এই সাড়ে পাঁচ মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জড়িতদের আটক করে জেলার ১৮টি থানা পুলিশের সদস্যরা। জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। 

সূত্র জানায়, জেলা পুলিশ গত সাড়ে পাঁচ মাসে তিন টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশি মদ, ২৩২    বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ১১০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা।

সর্বশেষ খবর