মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংকটে আওয়ামী লীগ মানবিকতার দৃষ্টান্ত

--------------- মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। অপরদিকে করোনার এই সংকটকালীন সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচারের ইতিহাস তৈরি করছে বিএনপি। যে করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি মিথ্যাচার করেছিল। আজ সেই ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল সকালে ‘হ্যালো মেয়র’ নামে জামালপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে করোনার ভ্যাকসিন আনা সম্ভব হচ্ছে এবং দেশের প্রতিটি মানুষের জন্য সেই ভ্যাকসিন নিশ্চিত করা হবে। করোনা কোনো নির্দিষ্ট দলের মানুষ দেখে আক্রান্ত করছে না, তাই গুজব না ছড়িয়ে দলমত নির্বিশেষে এই সংকটে মানুষের পাশে দাঁড়ান।

 জামালপুর পৌরসভা প্রাঙ্গণে ‘হ্যালো মেয়র’ অ্যাম্বুলেন্স সার্ভিস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো. ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু প্রমুখ। ‘হ্যালো মেয়র’ অ্যাম্বুলেন্স সেবা জামালপুর পৌর এলাকার মধ্যে অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিবে এবং এই সেবা প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

সর্বশেষ খবর