রৌমারীতে এক মাদককারবারিকে ধরল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তার নাম জাকির হোসেন (৪২)। তিনি সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। চার বোতল ভারতীয় মদসহ গতকাল উপজেলার নটানপাড়া থেকে তাকে ধরা হয়। বিজিবির সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানায়, পাঁচ সদস্যের বিজিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে নটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্দেহভাজন এক ব্যক্তির শরীর তল্লাশি করে। তার কাছে ভারতীয় মদ পাওয়া গেলে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।