শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

উদ্বোধনের ১১ দিন পর বিকল সি-ট্রাক, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া থেকে জামালপুর যমুনা নদীর নৌরুটে উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে বহুল কাক্সিক্ষত সি-ট্রাক সার্ভিস শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত। গত ২৩ আগস্ট থেকে বিকল হয়ে থাকায় যাত্রীরা নৌকায় করে মৃত্যুঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। নদীতে পানি থাকায় এ ঝুঁকি আগের থেকে আরও বেড়েছে।  জানা যায়, গত ১২ আগস্ট ২০০ আসনের সি-ট্রাক সেবা চালু হয় বগুড়া সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুর জামথল ঘাট পর্যন্ত।

ওই দিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সি-ট্রাকের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই যাত্রী নিয়ে ‘শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত’ নামের সি-ট্রাকটি যাত্রী পারাপার শুরু করে। সি-ট্রাক চালু হওয়ার পর যমুনা নদী হয়ে দুই পাড়ে পরাপারে নতুন দিনের সূচনা হয়। উদ্বোধনের পর থেকেই লোকজন চলাচল শুরু করে। অনেকেই আবার সি-ট্রাক দেখতে ও ট্রাকে ভ্রমণ করতে ভিড় করছেন। গত ২৩ আগস্ট বগুড়ার সারিয়াকান্দি কালিতলা ঘাট থেকে ছাড়ার পর যমুনার মাঝ নদীতে গিয়ে এটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এদিকে সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় এ নৌ-রুটে খেয়া নৌকা, ভাড়া নৌকা এবং রিজার্ভ নৌকাগুলোয় যাত্রীর অতিরিক্ত চাপ বেড়ে গেছে। খেয়া নৌকায় ১০০-এর বেশি যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মোটরসাইকেলে পরিপূর্ণ ছিল নৌকাগুলো। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাডুবির আশঙ্কা রয়েছে। সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহিদুল ইসলাম জানান, ১২ আগস্ট জামথল ও কালিতলা ঘাটের মধ্যে সি-ট্রাকে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। ২৩ আগস্ট যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনা নদীতে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। পরে উদ্ধারকারী ফেরি এনে এটিকে ঘাটে নেওয়া হয়। ২৪ আগস্ট থেকে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে সি-ট্রাকের ইঞ্জিন সচল করতে। দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন সচল করতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে মেকানিক পৌঁছেছেন। তারা কাজ করছেন। তবে এটি মেরামত করতে সময় লাগবে।  যমুনা নদীর সি-ট্রাক ঘাট এলাকার একজন যাত্রী আবদুল্লাহ আল মামুন জানান, তারা কয়েকজন মিলিয়ে রংপুর থেকে এখানে এসেছেন সি-ট্রাকে ভ্রমণ করতে। এসে জানতে পারেন কয়েক দিন ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক বিকল হওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হয়েছে। বিআইডব্লিউটিসি ত্রুটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আশা করি অতিদ্রুতই ঘাটে পারাপার স্বাভাবিক হবে।

সর্বশেষ খবর