মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সোনারগাঁয়ে অপহরণ মহাখালীতে উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ থেকে অপহৃত জাফনাত সাঈদা জবা নামের শিশুকে অপহরণের সাত ঘণ্টা পর ঢাকার মহাখালী ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত দেড়টায় তাকে উদ্ধার ও অপহরণকারী কাজের মেয়ে শারমিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই অপহৃত শিশুর বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। গতকাল সকালে শারমিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। জানা যায়, জবার মা উম্মে সালমা ২৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে কর্মরত রয়েছেন। জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী।

দুজনই কর্মজীবী হওয়ায় জবাকে দেখাশোনার জন্য ২৫-২৬ দিন আগে লালমনিরহাট থেকে শারমিনকে মোগরাপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শারমিন কৌশলে জবাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। জবাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে জবার মায়ের সন্দেহ হয়। তিনি বাসার আশপাশে খুঁজে না পেয়ে জবার বাবাকে জানান। তারা খোঁজাখুঁজি করে না পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে জানান। জিজ্ঞাসাবাদের জন্য শারমিনের মাকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকা থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও সাততলা বস্তি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে না পেয়ে মহাখালী ফ্লাইওভার ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম বলেন, অপহৃত শিশুকে সাত ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরককে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর