মা ইলিশ রক্ষাসহ ইলিশ বৃদ্ধির জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে দুই দিন অতিবাহিত হলেও জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ ধরা পড়ছে না। গভীর সাগর থেকে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়া গেলেও পাথরঘাটার পশ্চিমে বলেশ্বর ও পূর্বে বিষখালী দুই নদীতে জেলেদের জালে মাছ ধরা না পড়ায় জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে। এ বছর মৌসুমে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত বছর এই নিষেধাজ্ঞা ছিল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এর আগে গত ২৬ অক্টোবর মধ্য রাতের পর থেকে ইলিশ শিকারে সাগর ও নদীতে যাত্রা শুরু করে উপকূলের জেলেরা। এরপর জেলেরা নেমে পড়েছেন জাল-নৌকা নিয়ে। কিন্তু দুই দিনে দুই নদীতে ইলিশ মেলেনি বললেই চলে। গতকাল সকালে বিষখালী নদী থেকে ফিরে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মুহুর্তে যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা তা মিলছে না। তাতে নৌকার জ্বালানি খরচও মেটে না। গতকাল দুপুরে বিষখালী নদী থেকে ফিরে আসা জেলে মো. সোহরাব হোসেন, আ. জব্বার বলেন, নিষেধাজ্ঞা শেষ হয়েছে দুই দিন। পুরো একটি রাত নদীতে জাল ফেলে অপেক্ষা করেও একটি মাছও পাই নাই। তেলের খরচ ওঠা তো দূরের কথা, গত বছর এ সময়ও তেমন মাছ পাওয়া যায় নাই। তাদের মতে গভীর সাগরে বড় বড় জাহাজে (ট্রলিং) ছোট বড় সব মাছ মেরে ফেলার কারণেই আস্তে আস্তে মাছ কমে যাচ্ছে। পাথরঘাটা বিএফডিসির মৎস্য আড়তদার মো. মারুফ হোসেন বলেন, দুই দিন অতিবাহিত হলেও জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। এতে করে শুধু যে জেলেদের সমস্যা হচ্ছে এমন নয়, আমরা যারা আড়তদার বা পাইকার আছি তাদেরও অনেক লোকসান হচ্ছে। তাছাড়া মাছের সঙ্গে সব ব্যবসায়ীরাও হতাশা এবং উদ্বিগ্ন। পাথরঘাটা পৌর শহরের খাবার হোটেল ব্যবসায়ী মো. রিপন বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর খাবারের সঙ্গে ইলিশ মাছ প্রধান হিসেবে অনেক ওর্ডার পাই। কিন্তু বাজারে ইলিশ না পাওয়ায় ওর্ডার ফেরত দিতে হচ্ছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অনেক আশা নিয়েই নিষেধাজ্ঞা শেষে জেলেদের সাগরে পাঠিয়েছি। ৭ থেকে ১০ দিন পর ওইসব ট্রলার আসবে। এখন পর্যন্ত কাক্সিক্ষত কোনো তথ্য পাইনি। তবে বিষখালী ও বলেশ্বর নদে দুই দিনেও জেলেদের জালে তেমন কোনো মাছ পাওয়া যায়নি। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষে এখন জেলেদের জালে মাছ ধরা পড়ার কথা। আমরা আশাবাদী জেলেদের জালে মাছ ধরা পড়বে।
শিরোনাম
- হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ এক ঝটকায় গড়ল বিশ্বরেকর্ড
- মায়ানগরীতে ফিরছেন ‘নো এন্ট্রি’ খ্যাত সেলিনা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল
- ভয়াবহ চোটে মাঠের বাইরে ৫ মাস, দুশ্চিন্তায় বায়ার্ন-মুসিয়ালা
- সরাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
- আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক