মা ইলিশ রক্ষাসহ ইলিশ বৃদ্ধির জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে দুই দিন অতিবাহিত হলেও জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ ধরা পড়ছে না। গভীর সাগর থেকে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়া গেলেও পাথরঘাটার পশ্চিমে বলেশ্বর ও পূর্বে বিষখালী দুই নদীতে জেলেদের জালে মাছ ধরা না পড়ায় জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে। এ বছর মৌসুমে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত বছর এই নিষেধাজ্ঞা ছিল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এর আগে গত ২৬ অক্টোবর মধ্য রাতের পর থেকে ইলিশ শিকারে সাগর ও নদীতে যাত্রা শুরু করে উপকূলের জেলেরা। এরপর জেলেরা নেমে পড়েছেন জাল-নৌকা নিয়ে। কিন্তু দুই দিনে দুই নদীতে ইলিশ মেলেনি বললেই চলে। গতকাল সকালে বিষখালী নদী থেকে ফিরে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মুহুর্তে যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা তা মিলছে না। তাতে নৌকার জ্বালানি খরচও মেটে না। গতকাল দুপুরে বিষখালী নদী থেকে ফিরে আসা জেলে মো. সোহরাব হোসেন, আ. জব্বার বলেন, নিষেধাজ্ঞা শেষ হয়েছে দুই দিন। পুরো একটি রাত নদীতে জাল ফেলে অপেক্ষা করেও একটি মাছও পাই নাই। তেলের খরচ ওঠা তো দূরের কথা, গত বছর এ সময়ও তেমন মাছ পাওয়া যায় নাই। তাদের মতে গভীর সাগরে বড় বড় জাহাজে (ট্রলিং) ছোট বড় সব মাছ মেরে ফেলার কারণেই আস্তে আস্তে মাছ কমে যাচ্ছে। পাথরঘাটা বিএফডিসির মৎস্য আড়তদার মো. মারুফ হোসেন বলেন, দুই দিন অতিবাহিত হলেও জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। এতে করে শুধু যে জেলেদের সমস্যা হচ্ছে এমন নয়, আমরা যারা আড়তদার বা পাইকার আছি তাদেরও অনেক লোকসান হচ্ছে। তাছাড়া মাছের সঙ্গে সব ব্যবসায়ীরাও হতাশা এবং উদ্বিগ্ন। পাথরঘাটা পৌর শহরের খাবার হোটেল ব্যবসায়ী মো. রিপন বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর খাবারের সঙ্গে ইলিশ মাছ প্রধান হিসেবে অনেক ওর্ডার পাই। কিন্তু বাজারে ইলিশ না পাওয়ায় ওর্ডার ফেরত দিতে হচ্ছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অনেক আশা নিয়েই নিষেধাজ্ঞা শেষে জেলেদের সাগরে পাঠিয়েছি। ৭ থেকে ১০ দিন পর ওইসব ট্রলার আসবে। এখন পর্যন্ত কাক্সিক্ষত কোনো তথ্য পাইনি। তবে বিষখালী ও বলেশ্বর নদে দুই দিনেও জেলেদের জালে তেমন কোনো মাছ পাওয়া যায়নি। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষে এখন জেলেদের জালে মাছ ধরা পড়ার কথা। আমরা আশাবাদী জেলেদের জালে মাছ ধরা পড়বে।
শিরোনাম
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয় : বৃহত্তর সুন্নী জোট
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীতে উদ্ধার
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- ৪ দফতরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
- ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
- তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে বলল সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
সাগরে মিলছে না ইলিশ জেলেরা হতাশ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর