শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রার্থীর পক্ষে ভোট না করায় খেতের ফসল বিনষ্ট

নাটোর প্রতিনিধি

ইউপি সদস্য প্রার্থীর পক্ষে ভোট না করায় নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের এক কৃষকের দেড় বিঘা ধানের বীজতলা আগানাশক ছিটিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম খাইরুজ্জামান ছোটন। বীজতলা নষ্ট হওয়ায় জমিতে চারা রোপণ করতে না পেরে ওই পরিবারের সদস্যরা এখন দিশাহারা। অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী জাকির হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তৃতীয় পক্ষ ঘটনাটি ঘটিয়ে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহেল আল কাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যাপ্ত পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কৃষক খাইরুজ্জামান জানান, মাহমুদপুর গ্রামে তার ৬০ বিঘা জমিতে ধান রোপণের জন্য দেড় বিঘা জমিতে বীজতলা তৈরি করেন। ইতিমধ্যে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। মোরগ প্রতীকের পক্ষে ভোট না করায় গত ২৫ ডিসেম্বর তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেন।

২৬ ডিসেম্বর ভোটে হেরে গত মঙ্গলবার তার বীজতলায় ক্ষতিকর কীটনাশক ছিটিয়ে দেওয়া হয়েছে। তার বীজতলা পুড়ে লাল রং ধারণ করেছে। স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, নির্বাচনী বিরোধের জেরে বীজতলার সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর