রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আন্দোলন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমাদের সংসদ এবং সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আর নেই। নির্বাচন কমিশন নিয়োগ আইনও হয়ে গেছে। এসব বকোয়াছ কথাবার্তা বলে আন্দোলনের চেষ্টা করলে আওয়ামী লীগের প্রতিটি কর্মী ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে তাদের আন্দোলনের চেষ্টা ব্যর্থ করে দিবে। শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ। সভায় আগামী ১২ মার্চ আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।          -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডুয়েটে ইন্টারন্যাশনাল কনফারেন্স সমাপ্ত

তড়িৎ ও ইলেকট্রনিক বিষয়ে অধিকতর গবেষণা ও উদ্ভাবনের বিষয় সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘অ্যাডভান্সমেন্ট ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইসিএইইই-২০২২)’ বিষয়ক তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স গতকাল শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। বক্তৃতা করেন অধ্যাপক ড. মো. মশিউল হক, অধ্যাপক ও কনফারেন্সের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, অধ্যাপক ড. মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।    -গাজীপুর প্রতিনিধি

 

সেতুর সংযোগ সড়ক নেই সাঁকো দিয়ে পারাপার

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় নদ পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সুতাং নদের ওপর নির্মিত সেতুর পশ্চিম এবং পূর্ব পাশে কয়েক হাজার মানুষের বসবাস। চারপাশে হাওর থাকায় বর্ষা মৌসুমে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। জানা যায়, এক যুগ আগে লাখাই উপজেলা প্রজেক্ট অফিসের আওতাধীন ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নির্মাণ করা হয় সেতুটি। এখন পর্যন্ত উদ্বোধনই হয়নি। সেতুর অনেকাংশে দেখা দিয়েছে ফাটল। সংযোগ সড়ক না থাকায় অকেজো পড়ে আছে সেতুটি। স্থানীয় মানুষ বিকল্প হিসাবে ব্যবহার করছেন বাঁশের সাঁকো। এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে জনগণের দুর্দশা লাঘবে ব্যবস্থা নেওয়া হবে। -হবিগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর