সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

খাগড়াছড়িতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

খাগড়াছড়িতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

খাগড়াছড়িতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেনাবাহিনীর এক কর্পোরাল ও এক প্রকৌশলীসহ আরও ১০ জন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- খাগড়াছড়ি : রামগড়ের তৈচালায় সন্ধ্যায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজি যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত এবং চারজন আহত হন। টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার পাছবিক্রমহাটি এলাকায় শনিবার রাতে অজ্ঞাত গাড়িরচাপায় মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর একজন কর্পোরাল আইয়ুব আলী নিহত হয়েছেন। এদিকে কালিহাতীর সল্লায় একই রাতে বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জুবায়ের হোসেন। বগুড়া: শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা মাটিরঘর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মাদারীপুর : শিবচরের সাদিপুর বাজারে শনিবার রাতে ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মনোয়ারা বেগম নামে এক পথচারী। মৌলভীবাজার : শ্রীমঙ্গলের ইছবপুরে শনিবার রাতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন প্রাইভেটকার যাত্রী সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল সকালে কসবার শ্যামবাড়ী এলাকায় ট্রাকচাপায় সালাহউদ্দিন নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বাগেরহাট : ফকিরহাটের কাকডাঙ্গা মোড়ে দুপুরে বাস চাপায় নিহত হয়েছেন ইলিয়াস হোসেন (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল। গোপালগঞ্জ : শহরের চেচা নিয়াকান্দিতে সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন সাহেব আলী ফকির নামে এক বৃদ্ধ। ঝিনাইদহ : হরিণাকুন্ডুর শাখারীদহ এলাকায় দুপুরে হারভেষ্টার মেশিন-মোটরসাইকেল সংঘর্ষে কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। উখিয়া (কক্সবাজার) : সকালে উখিয়ার মধুছড়া ক্যাম্পের কাছে ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হাজেরা বিবি (৬) নামে এক রোহিঙ্গা শিশুর।

সর্বশেষ খবর