রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ভুট্টা খেতে পোকার আক্রমণ শুকিয়ে যাচ্ছে গাছ

দিনাজপুর প্রতিনিধি

ভুট্টা খেতে পোকার আক্রমণ শুকিয়ে যাচ্ছে গাছ

দিনাজপুরের কাহারোল ও খানসামা উপজেলার বিভিন্ন ভুট্টা খেতে দেখা দিয়েছে অজ্ঞাত পোকার আক্রমণ। এতে গাছ শুকিয়ে ঝড়ে যাচ্ছে মৌচা। ভুট্টা রক্ষায় কৃষকরা বিভিন্ন কীটনাশক স্প্রে করেও সুফল পাচ্ছেন না। এ পোকা অন্য খেতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ভুট্টাচাষিরা। পোকার আক্রমণ রোধ করা না গেলে ফলনে ব্যাপক প্রভাব পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। অজ্ঞাত এ রোগ শনাক্ত এবং প্রতিকারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র দিনাজপুরে ভুট্টা গাছের নমুনা পাঠানো হচ্ছে বলে জানান কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক। কৃষকরা জানান, ভুট্টার মৌচার মধ্যে অজ্ঞাত পোকার আক্রমণে গাছ শুকিয়ে যাচ্ছে এবং মৌচাগুলো ঝড়ে যাচ্ছে। এ কারণে ভুট্টা রক্ষায় বিভিন্ন কীটনাশক স্প্রে করা হচ্ছে। তবে তেমন কাজে আসছে না। জাহাঙ্গীর নামে এক চাষি বলেন, তার এক একর জমিতে অজ্ঞাত পোকার আক্রমণ দেখা দিয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, শুধু কাহারোল নয়, খানসামা উপজেলায়ও দেখা দিয়েছে এই রোগ। এরই মধ্যে খানসামা কৃষি অফিস ভুট্টা খেতে অজ্ঞাত রোগের বিষয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে। তাছাড়া রোগ শনাক্ত করার লক্ষ্যে গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র দিনাজপুরে ভুট্টা গাছের নমুনা পাঠিয়েছে। আমরাও আজ নমুনা পাঠাব। সেখান থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত রোগের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে চাষিদের ছত্রানাশক ওষুধ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কাহারোলে চলতি মৌসুমে ১১ হাজার ১৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্র অতিক্রম করে ভুট্টা আবাদ হয়েছে ১২ হাজার ১৫০ হেক্টরে। পোকার আক্রমণ রোধ করা না গেলে ফলনে প্রভাব পড়বে বলে জানান তিনি।

সর্বশেষ খবর