দিনাজপুরের কাহারোল ও খানসামা উপজেলার বিভিন্ন ভুট্টা খেতে দেখা দিয়েছে অজ্ঞাত পোকার আক্রমণ। এতে গাছ শুকিয়ে ঝড়ে যাচ্ছে মৌচা। ভুট্টা রক্ষায় কৃষকরা বিভিন্ন কীটনাশক স্প্রে করেও সুফল পাচ্ছেন না। এ পোকা অন্য খেতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ভুট্টাচাষিরা। পোকার আক্রমণ রোধ করা না গেলে ফলনে ব্যাপক প্রভাব পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। অজ্ঞাত এ রোগ শনাক্ত এবং প্রতিকারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র দিনাজপুরে ভুট্টা গাছের নমুনা পাঠানো হচ্ছে বলে জানান কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক। কৃষকরা জানান, ভুট্টার মৌচার মধ্যে অজ্ঞাত পোকার আক্রমণে গাছ শুকিয়ে যাচ্ছে এবং মৌচাগুলো ঝড়ে যাচ্ছে। এ কারণে ভুট্টা রক্ষায় বিভিন্ন কীটনাশক স্প্রে করা হচ্ছে। তবে তেমন কাজে আসছে না। জাহাঙ্গীর নামে এক চাষি বলেন, তার এক একর জমিতে অজ্ঞাত পোকার আক্রমণ দেখা দিয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, শুধু কাহারোল নয়, খানসামা উপজেলায়ও দেখা দিয়েছে এই রোগ। এরই মধ্যে খানসামা কৃষি অফিস ভুট্টা খেতে অজ্ঞাত রোগের বিষয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে। তাছাড়া রোগ শনাক্ত করার লক্ষ্যে গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র দিনাজপুরে ভুট্টা গাছের নমুনা পাঠিয়েছে। আমরাও আজ নমুনা পাঠাব। সেখান থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত রোগের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে চাষিদের ছত্রানাশক ওষুধ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কাহারোলে চলতি মৌসুমে ১১ হাজার ১৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্র অতিক্রম করে ভুট্টা আবাদ হয়েছে ১২ হাজার ১৫০ হেক্টরে। পোকার আক্রমণ রোধ করা না গেলে ফলনে প্রভাব পড়বে বলে জানান তিনি।
শিরোনাম
- মায়ানগরীতে ফিরছেন ‘নো এন্ট্রি’ খ্যাত সেলিনা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল
- ভয়াবহ চোটে মাঠের বাইরে ৫ মাস, দুশ্চিন্তায় বায়ার্ন-মুসিয়ালা
- সরাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
- আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর
- ঠাকুরগাঁওয়ে স্কাউটস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
- রাজধানীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা
- চতুর্থ বারের মতো বাবা, উচ্ছ্বসিত নেইমার
- ভোলায় বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন, যুদ্ধবিমান দিয়ে তাড়া
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ