বগুড়ার আদমদীঘি উপজেলার একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উপকারভোগীরা নির্ধারিত ১০ কেজির পরিবর্তে কোথাও পাঁচ আবার কোথাও পেয়েছেন সাত কেজি করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে আদমদিঘির ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪ হাজার ২৮১ জনের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। সোমবার থেকে গতকাল পর্যন্ত চলে চাল বিতরণ কার্যক্রম। মঙ্গলবার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১ হাজার ৭৬৩ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ওই ইউপির আসলাম, রাজু, রাশেদা ও ইমরোজ নামের কয়েকজন অভিযোগ করে বলেন, ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও মাপজোখ না করেই বালতি দিয়ে তুলে তাদের চাল দেওয়া হয়েছে। পরে মেপে দেখি প্রতিজনে চাল পেয়েছেন ৫-৭ কেজি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুুল হক আবু জানান, অভিযোগ সত্য নয়। সবাইকে ১০ কেজি করেই চাল দেওয়া হয়েছে। এদিকে উপজেলার সান্তাহার পৌরসভার সুবিধাভোগী বুচিয়া রানী ও সাবিত্রি নামে দুজনকে স্লিপ দেওয়া হলেও তারা চাল পেয়েছেন ছয় কেজি করে। চাল বিতরণে একই অনিয়মের অভিযোগ রয়েছে নশরতপুর, সান্তাহারসহ আরও পাঁচ ইউনিয়নে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন জানান, ঈদ উপলক্ষে মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচির প্রত্যেক সুবিধাভোগী মাথাপিছু ১০ কেজি করে চাল পান। চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ঠাকুরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানদের বিরুদ্ধে। অস্বচ্ছলদের চাল না দিয়ে স্বচ্ছল ও দলীয় ব্যক্তিদের চাল দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। বুধবার সদরের কয়েকটি ইউনিয়নে ভিজিএফের চাল বিরতণ করা হয়। আকচা ইউনিয়নের বৃদ্ধা মহেসিনা, ফাতেমা সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাননি। পরে মেঝেতে পরে থাকা চাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরেন তারা। অভিযোগ অস্বীকার করে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, স্বচ্ছল নয় অস্বচ্ছলদেরই চাল দেওয়া হয়েছে। চাল বিতরণে একই অভিযোগ পাওয়া গেছে সুখানপুখুরি, বেগুনবাড়ি ঢোলারহাট ইউনিয়ন থেকে। সদরের ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান জানান, চাল বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
                        - ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
 - দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
 - পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
 - ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
 - তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
 - জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
 - ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
 - নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
 - বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
 - বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 - ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
 - জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
 - বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
 - শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
 - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 
দুস্থদের চাল বিতরণে অনিয়ম
                        
                        
                                                     প্রতিদিন ডেস্ক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    টপিক
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর