মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বৃষ্টি হলেই কাদাজলে একাকার সড়ক

দাউদকান্দি প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার চক্রতোলা-চশই পালপাড়া কাঁচা রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যায়। গর্তে বৃষ্টির পানি জমে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিনই যাতায়াত করে চক্রতোলা-চশই পালপাড়া কাঁচা সড়ক দিয়ে। উপজেলা প্রশাসন থেকে কয়েকবার রাস্তাটি পাকা করার জন্য মাপজোক হলেও এখনো পাকা না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। স্থানীয়রা জানান, ট্রাক দিয়ে মালামাল নেওয়ার কারণে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় শিক্ষক হেলাল উদ্দিন বলেন, রাস্তাটি খারাপ হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চশই গ্রামের শাহপরান বলেন, শিক্ষার্থীসহ এলাকাবাসীর উদ্যোগে কয়েকবার রাস্তাটি মেরামত করা হয়। একটু বৃষ্টি হলেই সড়ক দিয়ে রিকশা, অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারে না। তখন এ অঞ্চলের মানুষের মাথায় করে বিভিন্ন মালামাল বহন করে জরুরি কাজ সারতে হয়। দাউদকান্দির উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, ইতোমধ্যে রাস্তাটি মেপে প্রাক্কলন তৈরি করা হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে এর বাস্তবায়ন হবে।

সর্বশেষ খবর