টানা তিন মাস ১৭ দিন পর রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। গত রাত ১২টা ১ মিনিটে জেলেরা হ্রদে নেমেছেন মাছ ধরতে। এর আগেই মাছ বাজারে সরবরাহ, পরিবহন ও বরফকল প্রস্তুত রেখেছেন মৎস্যজীবীরা। প্রস্তুত করা হয়েছে রাঙামাটি ফিশারিঘাট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের মাছের ওপর জীবন-জীবিকা নির্ভর করে প্রায় ২২ হাজার পরিবারের। প্রতি বছর হ্রদে মাছ আহরণ তিন মাস বন্ধ রাখতে হয়। মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজননের বৃদ্ধি ও মা মাছ নিধন রোধের লক্ষ্যে তিন মাস চলমান থাকে পোনা অবমুক্তকরণ। মাছের পোনা বড় হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি বছর ১ মে থেকে তিন মাসের জন্য হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় বিএফডিসি ও রাঙামাটি জেলা প্রশাসন। ৩১ জুলাই তিন মাস পূর্ণ হলেও শুরু করা যায়নি মাছ আহরণ। কাপ্তাই হ্রদে মাছ ধরার মতো পর্যাপ্ত পানি না থাকায় নিষেধাজ্ঞা বলবৎ ছিল আরও ১৭ দিন। রাঙামাটি মৎস্যজীবী কল্যাণ সমিতির সহসভাপতি মুজিবুর রহমান বলেন, ‘তিন মাস ১৭ দিন একটা শঙ্কার মধ্যে ছিলাম। কারণ কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছিল না। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদের পানির স্তর একেবারে কম ছিল।’ রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার এম তৌহিদুল ইসলাম বলেন, ‘মাছ ধরা স্বাভাবিক হলেও অভয়াশ্রমগুলো সংরক্ষিত থাকবে আগের মতো। অভয়াশ্রমে মাছ ধরা যাবে না। একই সঙ্গে পোনা নিধন করা যাবে না।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তিন মাস ১৭ দিন পর শুরু কাপ্তাই হ্রদে মাছ ধরা
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর