টানা তিন মাস ১৭ দিন পর রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। গত রাত ১২টা ১ মিনিটে জেলেরা হ্রদে নেমেছেন মাছ ধরতে। এর আগেই মাছ বাজারে সরবরাহ, পরিবহন ও বরফকল প্রস্তুত রেখেছেন মৎস্যজীবীরা। প্রস্তুত করা হয়েছে রাঙামাটি ফিশারিঘাট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের মাছের ওপর জীবন-জীবিকা নির্ভর করে প্রায় ২২ হাজার পরিবারের। প্রতি বছর হ্রদে মাছ আহরণ তিন মাস বন্ধ রাখতে হয়। মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজননের বৃদ্ধি ও মা মাছ নিধন রোধের লক্ষ্যে তিন মাস চলমান থাকে পোনা অবমুক্তকরণ। মাছের পোনা বড় হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি বছর ১ মে থেকে তিন মাসের জন্য হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় বিএফডিসি ও রাঙামাটি জেলা প্রশাসন। ৩১ জুলাই তিন মাস পূর্ণ হলেও শুরু করা যায়নি মাছ আহরণ। কাপ্তাই হ্রদে মাছ ধরার মতো পর্যাপ্ত পানি না থাকায় নিষেধাজ্ঞা বলবৎ ছিল আরও ১৭ দিন। রাঙামাটি মৎস্যজীবী কল্যাণ সমিতির সহসভাপতি মুজিবুর রহমান বলেন, ‘তিন মাস ১৭ দিন একটা শঙ্কার মধ্যে ছিলাম। কারণ কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছিল না। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদের পানির স্তর একেবারে কম ছিল।’ রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার এম তৌহিদুল ইসলাম বলেন, ‘মাছ ধরা স্বাভাবিক হলেও অভয়াশ্রমগুলো সংরক্ষিত থাকবে আগের মতো। অভয়াশ্রমে মাছ ধরা যাবে না। একই সঙ্গে পোনা নিধন করা যাবে না।’
শিরোনাম
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
তিন মাস ১৭ দিন পর শুরু কাপ্তাই হ্রদে মাছ ধরা
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর