রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

টিউবওয়েলের পানি পানে রোগমুক্তির গুজব

চুয়াডাঙ্গা প্রতিনিধি

টিউবওয়েলের পানি পানে রোগমুক্তির গুজব

পায়রা খাতুনের স্বপ্নে পাওয়া পানি পানেই ভালো হচ্ছে জটিল সব রোগ। এমন গুজবে দূরদূরান্ত থেকে শত শত নারী ছুটে আসছেন আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে। তাদের বিশ্বাস, পায়রা খাতুনের বিশেষ টিউবওয়েলের পানি পানে মিলবে আরোগ্য। পোলতাডাঙ্গার ইকরামুল জোয়ার্দ্দারের বাড়িতে এখন নারীর ঢল। সচেতন মহলের দাবি, এ ধরনের অপচিকিৎসায় ঘটতে পারে বিপত্তি। ইকরামুল জোয়ার্দ্দার জানান, তিন বছর আগে স্বপ্নে সর্বরোগের চিকিৎসার নির্দেশনা পান তাঁর স্ত্রী পায়রা খাতুন। এর আগেই তাঁর মাথার চুলে জট বাঁধে। স্বপ্নের নির্দেশনামতো বাড়ির এক কোণে বসানো হয় টিউবওয়েল। প্রায় নয় মাস আগে গ্রামের দুই নারীকে অসুস্থ অবস্থায় টিউবওয়েলের পানি পান করতে দেন পায়রা খাতুন। এতে সুস্থ হন ওই নারীদের পরিবারের লোকজন। পানি নিতে আসা নারীদের দাবি, পায়রা খাতুনের দেওয়া পানিতে পুরনো অনেক রোগ থেকেই তাঁরা উন্নতি লক্ষ্য করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে পানি পড়া, ঝাড়ফুঁকের কোনো স্থান নেই। এতে সাধারণ রোগীদের আরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।’

সর্বশেষ খবর