রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দুধকুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে পাড় ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসীরা। গতকাল দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটের দুধকুমারের তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ করেন তারা। সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, নাগেশ্বরীর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিসহ বেশ কিছু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু তোলায় ভেঙে পড়ছে পার্শ্ববর্তী বাড়িঘরসহ ফসলি জমি। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। বক্তারা বলেন, দুধকুমার নদে তীব্র ভাঙন চলছে। এর মাঝে তীর থেকে বালু তুলে বিক্রি করছে বেশ কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে হুমকিতে রয়েছে অনেক বসতবাড়ি, মসজিদ, মাদরাসাসহ ফসলি জমি ও নানা সরকারি-বেসরকারি স্থাপনা। 

সর্বশেষ খবর