আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি আখাউড়া পৌর শহরের রাধানগরের সাহাপাড়ার পল্টু রায়ের ছেলে। গতকাল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দেন অন্তর। তিনি লেখেন, ‘জীবনটাকে সুন্দরভাবে গুছাইতে চাইছিলাম কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যর্থতা, আপন মানুষগুলোর ভুল বোঝা সব মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ ভাইবোন, আত্মীয়স্বজন- যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’