রংপুরে পীরগাছা উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় ঘাঘট নদ থেকে গতকাল সকালে দিনমজুর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম খায়রুল ইসলাম (৫৫)। পুলিশ জানায়, খায়রুল মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কোনাপাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গতকাল সকালে নদে খায়রুল ইসলামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী।