মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে বাদপাড়া মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির ব্যানারে গতকাল দৌলতপুর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে প্রায় দেড় শতাধিক বাদপাড়া মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউল আলম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক রেজাউল হক, শাজাহান আলী, আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।