লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় শফিক নামে এক বিএনপি নেতাকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর চরবংশী গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শফিক উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি রায়পুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। ১ মার্চ ছাত্রদল নেতা শান্ত বাদী হয়ে মামলা করেন। এ মামলায় রহস্যজনক কারণে বিএনপি নেতা শফিককেও আসামি করা হয়েছে।