হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি হযরত আলীর ওপর হামলা ও মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন ও তার সাঙ্গপাঙ্গরা হযরত আলীকে মারধর করেছে।