রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খেজুরের রস পান করতে গিয়ে গণপিটুনির শিকার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

খেজুরের রস পান করতে গিয়ে গণপিটুনির শিকার

কৌতুহলবসে বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে খেজুরের রস পান করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন কিশোর। গ্রামবাসী চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ট্যাংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার কিশোররা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার লালন হোসেনের ছেলে প্রীতম হোসেন (১৪), জি¦নতলাপাড়ার মিনারুল হকের ছেলে আমান হক (১৭) ও একই এলাকার শাহীন হোসেনের ছেলে পারভেজ হোসেন (১৬)। ট্যাংরামারী গ্রামবাসী জানায়, গ্রামের গাছীদের প্রস্তুত করা খেজুরগাছে প্রায়ই রস চুরির ঘটনা ঘটে। শুক্রবার রাতে ১৫-২০ জনের একদল কিশোর গ্রামের মাঠে হানা দিলে গ্রামবাসী একত্রিত হয়ে চোর সন্দেহে তাদের ধাওয়া করে। এ সময় তিন কিশোর ধরা পড়লে গ্রামবাসী তাদেরকে উত্তম-মধ্যম দেয়। একপর্যায়ে পুলিশ এসে তাদের নিয়ে যায়। আহত প্রীতমের পিতা লালন হোসেন বলেন, শুক্রবার রাতে ইসলামপাড়ায় ওয়াজ শোনার কথা বলে তার ছেলে বাড়ি থেকে বাইরে যায়। পরে তারা ১৫-২০ জন মিলে ট্যাংরামারী গ্রামে যায় খেজুরের রস খেতে। সেখান থেকে পুলিশ উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদমর্শক মাসুম বিল্লা বলেন, ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। গ্রামবাসীর হালকা পিটুনিতে তাদের অল্প অল্প জখম হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর