ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলাট গ্রাম থেকে সাত কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৬৩ পিস সোনার বারসহ আবদুর রাজ্জাক নামে একজনকে আটক করেছে বিজিবি। বিজিবি-২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের সদস্যরা গতকাল এ অভিযান চালন। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের শমসের সর্দারের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, অগ্রভুলাট সীমান্তপথে সোনার চালান ভারতে পাচার হবে এমন খবরে নজরদারি বাড়ায় বিজিবি। দুপুরের দিকে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে এলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৬৩ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। অধিনায়ক আরও জানান, গত এক বছরে এ সীমান্তে ২১টি অভিযানে ৫৭ কেজি সোনা জব্দ করেছেন খুলনা ২১ বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানে জড়িত ২১ জনকে আটক করা হয়।