বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কসবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ড. আইউবুর রহমান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর গ্রামে বিনামূল্যে ছয় শতাধিক রোগীকে চক্ষুসেবা দেওয়া হয়েছে। বসুন্ধরা আই হাসপাতাল এবং ঢাকাস্থ মান্দারপুর সমিতির যৌথ উদ্যোগে গতকাল ওই গ্রামে স্থাপিত মা আমেনা গফুর হাসপাতালে চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডা. মজুমদার গোলাম রাব্বী, প্রফেসর ফয়জুল ইসলাম, অপটোমেট্রিস্ট গাজী রিয়াজ রহমানসহ আটজনের বিশেষজ্ঞ দল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা দেন। এ সময় ঢাকাস্থ মান্দারপুর সমিতির উপদেষ্টা এম এ কাইয়ুম সরকার, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মাহফুজুর রহমান, জেলা পরিষদ সদস্য রোমানুল ফেরদৌসি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর