শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইসলামবিরোধী পাঠ্যপুস্তক বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শিক্ষা কারিকুলাম-২০২৩-এর নাস্তিকতা, মিথ্যা ও নির্লজ্জতায় ভরা ইসলামবিরোধী পাঠ্যপুস্তক বাতিলের দাবি এবং সুইডেনে কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। গতকাল বেলা সাড়ে ৩টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও আসরবাদ একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর ডাকবাংলা এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে প্রতিবাদ সভা থেকে অবিলম্বে বিতর্কিত পাঠ্যপুস্তক বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজন্মের সন্তানদের নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র মুসলমানরা মেনে নেবে না। সব ক্ষেত্রেই নাস্তিকদের প্রতিহত করা হবে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ইমাম পরিষদের সহসভাপতি মাওলানা রফিকুর রহমান। সভায় বক্তৃতা করেন- মাওলানা রহমত উল্লাহ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি গোলামুর রহমান ও হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

সর্বশেষ খবর