মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আড়িয়াল খাঁ নদীতে বলগেটের ধাক্কায় ট্রলার যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বারিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীতে বলগেটের ধাক্কায় নদীতে পড়ে নান্নু ব্যাপারী (৬০) নামে এক ট্রলার যাত্রী নিখোঁজ হয়েছেন। গত রবিবার দিবাগত রাত ৮টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর সাহেবেরচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্ঘটনার পর বলগেটের পাঁচ কর্মচারীকে নৌপুলিশ আটক করেছে। মুলাদী উপজেলার নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ মিত্র জানান, এমবি উবাইদা অ্যান্ড জুবাইদা নামে একটি বলগেট গতকাল শিকারপুর এলাকায় বালু খালাশ করে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে গৌরনদীর হোসনাবাদ খেয়াঘাট থেকে একটি ট্রলার প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রবিবার রাত পৌনে ৮টার দিকে মুলাদীর নাজিরপুর সাহেবেরচর খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ট্রলারটি রাত ৮টার দিকে নাজিরপুর সাহেবেরচর এলাকা অতিক্রমকালে বলগেট এমবি উবাইদা অ্যান্ড জুবাইদা ওই খেয়া ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের সামনের ৫-৬ যাত্রী আড়িয়াল খাঁ নদীতে পড়ে যায়। নদীতে পড়া ট্রলার যাত্রীরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও  নান্নু ব্যাপারী নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার রাতভর নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ খেয়া ট্রলার যাত্রী নান্নু ব্যাপারীকে উদ্ধার করতে পারেনি।

গতকাল সকাল থেকে বরিশাল ফায়ার স্টেশনের ডুবরিরা আড়িয়াল খাঁ নদীতে উদ্ধার অব্যাহত রেখেছে। পরিদর্শক প্রদীপ মিত্র আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বলগেট এমবি উবাইদা অ্যান্ড জুবাইদাসহ এর সুকানি আবু বক্কর (৩৫), শ্রমিক বিহাব ইসলাম (১৯), জাবেদ হোসেন (২২), মো. সুমন (২২) ও মো. মারুফকে (২৩) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর