রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জনগণ শেখ হাসিনার হাতেই দেশকে নিরাপদ মনে করেন : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, জনগণ শেখ হাসিনার হাতেই দেশকে নিরাপদ মনে করেন। এ ছাড়া বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগ সব সময় রাজপথে থাকে। আন্দোলন-সংগ্রামে ব্যর্থ বিএনপির স্বপ্ন এখন ক্ষমতা দখলের। মাঠে তাদের লোক নেই। শুধু টকশোয় বড় বড় কথা বলাই তাদের কাজ। তিনি গতকাল সকালে দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মাসুদ করিম সাজু। ক্যাপ্টেন তাজ আরও বলেন, বিএনপির আরও দু-একজন নেতা বসে আছেন বিদেশ থেকে পত্র আসবে সে পত্র পাঠ করবেন এই আশায়। বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষের কথা যেভাবে চিন্তা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আলী বকুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম ইসহাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ওমর ফারুক বাবলু, ঢাকায় বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিম, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর