মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা আসামি ৯

নারায়ণগঞ্জ ও সোনারাগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে দুই ভাই আসলাম সানি ও শফিকুল নিহতের ঘটনায় বড় বোন শামসুন নাহার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল দুপুরে বাদীর আপন চাচা মোস্তফা ও চাচাতো ভাই মফিজুল, মারুফ, মামুনসহ নয়জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলাটি করা হয়। গুরুতর আহত তিন নম্বর ভাই রফিকুল ঢামেকে এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুই ভাইকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম। গতকাল তিনি নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, এ মার্ডারের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে তাদের লাশ কাঁচপুরের পাঁচপাড়া এলাকায় নিয়ে আসা হয়। পরে পুলিশের উপস্থিতিতে তাদের জানাজা স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্প এলাকার পাঁচপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা মোস্তফা ও চাচাতো ভাই মফিজুল, মারুফ, মামুন ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হন আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, দুই ভাই খুন হওয়ার ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে দুই ভাইয়ের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। খুনিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে মামলা করেছেন।

সর্বশেষ খবর