হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে ইকরাম গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বানিয়াচং থানার ওসি আজয় চন্দ্র দেব জানান, নিহত যুবক বিষ্ণু সরকার (১৯) জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। অভিযুক্ত ঘাতক মিন্নত আলী (২৫) ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে। তারা একে অপরের বন্ধু। বন্ধুত্বের সুবাধে বিষ্ণু সরকার মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। কিন্তু বিষ্ণু সরকার পরে টাকা দিতে গড়িমসি শুরু করে। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মিন্নত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হাওরে নিয়ে যায়। এ সময় মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে বিষ্ণুর ওপর। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তার লাশ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মিন্নত আলীকে আটক করে। ওসি জানান, আটক মিন্নত আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।