বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

বেতন-ভাতাসহ সাত দফার দাবিতে গতকাল বিক্ষোভ করেছে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ন্যাশনাল ফ্যান কারখানায় শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভকারীরা জানায়, কয়েকদিন যাবত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাসসহ সাত দফা দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে গতকাল বিক্ষোভ করে।

কারখানার এক নারী শ্রমিক বলেন, রোজা চলছে। গত ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাইনি। মার্চ মাস পার হতে আর কয়েকদিন বাকি। প্রতি বছর ঈদের আগে আমাদের বোনাস দেওয়া হয় না। চার বছর যাবত কারখানা থেকে কোন সুবিধা পাই না। পুলিশ মালিক পক্ষের কাজ করছে। এ ব্যাপারে কারখানার মালিক শফিক আহম্মেদকে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া গেছে। তবে কারখানার কর্মকর্তার কোনো মন্তব্য করেননি। শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ওসমান গনি বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। আগামীকাল শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন দেবার তারিখ নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর